Ask a Doctor and Get Answers from Real Doctors.
Have a query? Ask our doctors and get a professional opinion immediately...

Popular Questions
Answer
ধন্যবাদ ডাক্তার- ই -তে প্রশ্ন করার জন্য। জ্বর এর পরে শরীরে পানিশূন্যতার জন্য মাথা ঘোরানো, বমি হতে পারে। তরল খাবার (যেমন: ডাব-এর পানি, স্যুপ), ফল (যেমন: পেঁপে, কলা, আপেল, আনার), ভিটামিন সি যুক্ত খাবার ( কমলা, মালটা, আমলকি, লেবু) খাওয়াবেন। বমির জন্য নিচের ওষুধটি খাবেন: Tab. Emistat 8mg 1+1+1, খাবার খাওয়ার পরে খাবেন। ( যদি বমির ভাব লাগে বা বমি হয় )। যদি রুগীর অবস্থা ভালো না হয় ধ্রুত হাসপাতালে ভর্তি করাবেন। ধন্যবাদ।

Dr. Jannatun Nayem
MBBS