daktar-e daktar-e
  • Log In
  • Health Directory  
    • Hospital
    • Ambulance
    • Blood Bank
    • Pharmacy
    • Healthy Living Outlet
  • Health Record
  • Cash Claim
  • Get Discount
  • Other Services  
    • Hospital Discount
    • Health Insurance
    • Claim Insurance
নারী স্বাস্থ্য

লজ্জা নয়, জীবন বাঁচাতে স্তন ক্যান্সার সম্পর্কে জানুন

February 4, 2018 7233 Views Share on |

সারা বিশ্বে মহিলাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো স্তন ক্যান্সার । শুধু মাত্র মহিলা নয় পুরুষদেরও স্তন ক্যান্সার হতে পারে। পরিবারে কারোর এ সমস্যা থাকলে অন্যদেরও আক্রান্ত হবার সম্ভাবনা বেশী থাকে। আসুন এ সন্মন্ধে বিস্তারিত জেনে নিই।

সারা বিশ্বে মহিলাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো স্তন ক্যান্সার । শুধু মাত্র মহিলা নয় পুরুষদেরও স্তন ক্যান্সার হতে পারে। পরিবারে কারোর এ সমস্যা থাকলে অন্যদেরও আক্রান্ত হবার সম্ভাবনা বেশী থাকে। আসুন এ সন্মন্ধে বিস্তারিত জেনে নিই।  

কাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশী?

স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা যাদের বেশি রয়েছে তারা হলেন -

  • মহিলাদের মধ্যে যাদের বয়স ৬০ বছর বয়সের বেশি।
  • পুরুষদের চেয়ে মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।
  • যাদের ইতিমধ্যে একটি স্তনে ক্যান্সারের ইতিহাস আছে তাদের অপরটিতেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী।
  • যার পরিবারের নিকট আত্মীয় যেমন মা, বোন অথবা মেয়ের স্তন ক্যান্সার আছে।
  • কারও শরীরে স্তন ক্যান্সারের জীন (gene) সুপ্ত অবস্থায় থাকলে।
  • শরীর কোন ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে এলে।
  • শরীর অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেলে।
  • অল্প বয়সেই মাসিক শুরু হয়ে গেলে।
  • বেশি বয়সে প্রথম বাচ্চা নিলে।
  • অবিবাহিতা বা সন্তানহীনা নারীদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • যেসব মায়েরা সন্তানকে কখনও স্তন্যপান (breast feeding) করান না তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
  • বেশি বয়সে রজঃনিবৃত্তি বা মেনোপজ (Menopause) হলে।
  • যেসব মহিলারা অতিরিক্ত হরমোন থেরাপী নেন।

স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণসমূহ:

সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারলে স্তন ক্যান্সারের ভয়াবহতা ও মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। নিম্নের লক্ষণগুলোর যেকোনো একটি দেখা দিলেই বিশেষজ্ঞ ডাক্তারের পরার্মশ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে স্তন ক্যান্সার হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে ।

  • স্তনের আকার পরিবর্তিত হওয়া ।
  • স্তনের ভিতর চাকা (breast lump) অনুভব করা।
  • স্তনে বা স্তনবৃন্তে প্রচণ্ড ব্যথা এবং বৃন্তটি ভেতর দিকে চুপসে যাওয়া।
  • শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় স্তনের বোটা (breast nipple) থেকে দুধ না বেরিয়ে কষ বর্ণের কোনো তরল বের হয়ে আসা।
  • স্তনের ত্বকে লালচে ভাব/দাগ দেখা দেয়া।
  • স্তনের ত্বকে ঘাঁ দেখা দেয়া, ইত্যাদি।

স্তন ক্যান্সার থেকে বেঁচে থাকার উপায়ঃ

স্তন ক্যান্সারের যেহেতু নির্দিষ্ট কোনো কারণ নেই। তাই ঝুঁকি এড়াতে এ সম্পর্কে সচেতনতার পাশাপাশি নিয়মিত স্তন পরীক্ষা করা খুবই জরুরী। যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো-

  • বয়স ৩০ বছর হয়ে গেলে অবশ্যই প্রতিমাসে মাসিকের পর নিজেই নিজের স্তন পরীক্ষা করতে হবে।
  • যেসব নারীর পরিবারে স্তন ক্যান্সার রয়েছে/হয়েছে অর্থাৎ স্তন ক্যান্সারের অতিরিক্ত ঝুঁকির মধ্যে রয়েছেন এমন মহিলাদের প্রতিবছর (৪০ বছরের পর) মেমোগ্রাম করতে হবে।
  • ৩০ বছর বয়সের মধ্যে প্রথম সন্তান জন্ম দেওয়া ও সন্তানকে নিয়মিত বুকের দুধ পান করাতে হবে।
  • ধূমপান ও অ্যালকোহল সেবনের অভ্যাস থাকলে তা অবশ্যই ত্যাগ করতে হবে।
  • খাবার তালিকায় প্রচুর টাটকা শাকসবজি ও ফলমূল রাখতে হবে এবং নিয়মিত শারীরিক ব্যায়াম/পরিশ্রম করতে হবে।
  • স্তনে কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

 

স্তন ক্যান্সার আক্রান্তের হার দিন দিন এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার সনাক্ত করতে পারলে ও সঠিক চিকিৎসা করতে পারলে আক্রান্ত ৯০% রোগীকে ৫ বৎসর বা তার চেয়ে বেশি সময় বাঁচিয়ে রাখা সম্ভব। তাই স্তন ক্যান্সার হতে বেঁচে থাকতে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানার পাশাপাশি সচেতন ও সেগুলো এড়িয়ে চলতে হবে।


  • শেয়ার করুন:

Related Articles

subject

মেনোপজ চলাকালীন মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও করণীয়

নারী স্বাস্থ্য March 1, 2018

মেয়েদের ১১-১৪ বছর বয়স থেকে স্বাভাবিক ঋতুচক্র শুরু হয়ে নির্দিষ্ট বয়সের পর বন্ধ হয়ে যায় ৷ মহিলাদের নিয়মিত চক্র বন্ধ হয়ে যাওয়ার এই পরবর্তী সময়কে মেনোপজ...

subject

গর্ভাবস্থায় বুক জ্বলাঃ কারণ ও বেঁচে থাকার উপায় সমূহ

নারী স্বাস্থ্য স্বাস্থ্য পরামর্শ August 16, 2018

গর্ভবতী মায়েদের বুক জ্বালাপোড়ার সমস্যাটি নানা কারণে যেমন খাবার ও ঔষধের জন্য হয়ে থাকে। তাই এসময় তাদের বিভিন্ন খাবার গ্রহনে বিশেষ সতর্ক থাকা উচিত। চলুন জেনে...

Popular Post
  • টাইফয়েড জ্বরের কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার

    July 9, 2018
  • গলা ব্যথার বিভিন্ন উপসর্গ ও করণীয়

    January 10, 2019
  • হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ার কতিপয় কারণ ও আমাদের করণীয়

    November 25, 2018
  • গলা ও বুক জ্বালা-পোড়ার বিভিন্ন কারণ ও করণীয়

    June 25, 2018
  • মুখ ও জিহ্বা শুকিয়ে যাওয়ার কারণ সমূহ, লক্ষণ ও প্রতিকার

    September 6, 2018
Subscribe to our newsletter
Categories
  • স্বাস্থ্য পরামর্শ
  • খাদ্য ও পুষ্টি
  • নারী স্বাস্থ্য
  • শিশুর যত্ন
  • ফিটনেস
  • সৌন্দর্য্য চর্চা
Download App
Services

  • Doorstep Pathology Test
  • Services
  • Ask a Doctor
  • Doctor Appointment
  • Discount
  • Cash Claim
  • Health Record
  • Health Directory
Useful Links

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
Social

Our Payment Partners

All Debit, Credit, and Prepaid Cards

logo
© 2025 All Rights Reserved by Healthcare Information System Ltd.
Back to top